Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ
Details

আমদই ইউনিয়ন জয়পুরহাট সদর থানার অমর্ত্মগত হলেও জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অত্যমত্ম নাজুক ছিল। অত্র এলাকায় শিক্ষিতের হার অত্যমত্ম কম ছিল বিশেষ করে নারী শিক্ষা একেবারেই ছিল না। এলাকায় অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীর বসবাস ফলে শহরে ছেলে মেয়ে রেখে পড়াশুনা করানো তাদের পক্ষে সম্ভব ছিল না। এরূপ সময়ে তৎকালীন আমদই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নূরল ইসলাম চৌধুরী সাহেব ও এলাকার ধনাঢ্য পরিবারের মরহুম আব্দুল জোববার খলিফা সাহেব উভয়ে এই কলেজ প্রতিষ্ঠার এক যুগামত্মকারী পদক্ষেপ গ্রহণ করেন। কেননা তৎকালীন সময়ে এলাকায় কোনরূপ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। মরহুম আব্দুল জোববার খলিফা সাহেব জমি দান করেন। চেয়ারম্যান নূরল ইসলাম চৌধুরীর সঙ্গে এলাকাবাসীও সহযোগীতা করেন যারফলে ০১/০৭/১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠিত হয় আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ