কবি জয়দেব গোস্বামীঃ
সেন যুগের রাজত্বকালে বাংলার রাজা লক্ষণ সেনের রাজ সভার অন্যতম সভাকবি জয়দেব গোস্বামী।বৈষ্ণব আন্দোলনের বিখ্যাত রচনা গীত গবিন্দ কবি জয়দেবের অমূল্য রচনা।অবিভক্ত ভারতের সুখ্যাত এ কবি দ্বাদশ শতাব্দীতে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুইল গ্রামে জন্ম গ্রহণ করেন। অনেক ঐতিহাসিকের মতে কবি জয়দেব ভারতের বীরভম জেলার কেন্দু বিল্য গ্রামে জন্ম গ্রহণ করলেও এখানে এসে বসবাস করতেন। এখানে জয়দেবের ভিটানামে ধ্বংসাবশেষ বিদ্যমান।
কবি জয়দেবেরর রচিত শ্লোকঃ "প্রনমামি শিবং শিবঃ কল্প তুরুস কেশবঃ ধৃতং মীনঃ শরীরঃ কেণবঃ ধৃতং নরহরি রুপম জয় জয় দেব হরে”-
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে;
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
আজও হিন্দু নরনারী অতি শ্রদ্ধায় নিত্য পাঠ করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস